দেশের উত্তর-পূর্বাঞ্চল তথা সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ-পশ্চিমা মৌসুমি বায়ুর (বর্ষা) সক্রিয়তার কারণে এই বৃষ্টির প্রবণতা বাড়বে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা অবধি সিলেট ও রংপুর অঞ্চলে বৃষ্টিপাত অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি ছিল। এ সময়ে সিলেটে ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তিনি জানান, আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে, গতকাল মঙ্গলবার সকাল থেকে সিলেটে বৃষ্টি হচ্ছে। কাল রাত থেকে বৃষ্টির প্রবণতা বেড়েছে। অনেক জায়গায় ভারি বৃষ্টি হওয়ায় পানিও বেড়েছে। এতে মানুষের মধ্যে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা কাজ করছে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে