জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে দক্ষিণ সুরমা সরকারী কলেজের সার্বিক ব্যবস্থাপনায় দক্ষিণ সুরমার তেতলী ও মোল্লারগাও ইউনিয়নের ১৬৫ বন্যা কবলিত পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 


বুধবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের লতিপুর গ্রামের ৮০টি পরিবার ও মোল্লারগাও ইউনিয়নের বেটুয়ারমুখ গ্রামের ৮৫টি বন্যা কবলিত পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, ত্রাণ কমিটির আহবায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাব্বির আহমদ, শরীরচর্চা শিক্ষক আব্দুস সাত্তার, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০