সিলেটের জৈন্তাপুরে কৃষি সম্প্রসারণ অধিপ্তারের উদ্যোগে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন।
রবিবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানিক ভাবে ২০২১-২২ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিব-২ এর ২০২২-২৩ মৌসুমে রোপা আমন আব্দ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সুহেল আহমদ, সহকারি কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সোহেব আহমদ, নোমান আহমদ, সাহাব উদ্দিন, দোলোয়ার হোসেন।
পরে অতিথিরা বীজ ও রাসায়নিক সার বিতরণের মাধ্যমে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/এসডি-২৩