দ্বিতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের জকিগঞ্জ উপজেলার সাড়ে ৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৩ জুলাই) উপজেলার শাহবাগ জামেয়া মাদানিয়া কাসিমূল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একযোগে সারা উপজেলায় ২০টি মিনি ট্রাকে করে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।


জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে ও যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল-এস এর সহায়তায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে ৫ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ১১ কেজি করে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, লবন, চিড়া, আদা ও রসুন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী, ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে আব্দুল মালিক, আবিদ চৌধুরী, আব্দুল মন্নান, আব্দুল জলিল, আব্দুল বাইছ, মহসিন আহমদ, জুনাইদ  আহমদ, সুহেল আহমদ, কাজী রকিব, লুকমান আহমদ চৌধুরী, রাসেল চৌধুরী, মামুন আহমদ, নাজমুল হোসাইন, আলতাফ হোসেন  চৌধুরী ছাকিব, হেলাল আহমদ, গৌছ উদ্দিন, সাদেক আহমদ, আব্দুর রহমান প্রমুখ।

ত্রাণ বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে  বক্তারা বলেন, জকিগঞ্জের মানুষের বিপদ-আপদে সর্বপ্রথম দাঁড়ায় জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। এই সংগঠন নাড়ির টানে মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণের হৃদয়ে স্থান  করে নিয়েছে। সংগঠনের সকল নেতৃবৃন্দ ও দাতাদের  প্রতি জকিগঞ্জের মানুষের পক্ষ্য থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও ভবিষ্যতে এভাবে মানুষের পাশে দাড়ানোর আহবানজানান বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা।

সিলেটভিউ২৪ডটকম/পিডি