হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার শানখলা ইউনিয়নের লাল চান্দ চা-বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক অভিযানে নেতৃত্বদেন হবিগঞ্জ ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক ধ্রুবেশ চক্রবর্তী। এসময় তাদের কাছ থেকে রামদা চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

 



হবিগঞ্জ ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবতী জানান, একটি সংঘবদ্ধ ডাকাতদল ওই এলাকায় রাস্তার পাশে বসে ডাকাতির পরিকল্পনা করছিল। এসময় তারা গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালান। অভিযানকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৩ জনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

 


আটককৃতরা হল, চুনারুঘাট উপজেলার গাভীগাও গ্রামের মইনুল মিয়ার পুত্র শাহীন মিয়া (৪০) সদর উপজেলার সুঘর গ্রামের ফুরুক মিয়ার কদ্দুস মিয়ার পুত্র ফারুক মিয়া (৪২) ও বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের মোস্তফা মিয়ার পুত্র তুহিন মিয়া (৪৫)।

 


সিলেটভিউ২৪ডটকম/জাচৌ/ইআ