স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে পুরো ছাতক উপজেলা। বন্যার আগ্রাসনে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য সুনামগঞ্জে ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় ছাতক উপজেলাতেও বন্যাদুর্গতদের ঘরবাড়ি মেরামতের জন্য ৫৭৫ পরিবারের মধ্যে ১০ হাজার করে টাকা অনুদান দেয়া হয়েছে।

 


সোমবার দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে বন্যাদুর্গতদের ঘরে ঘরে গিয়ে অনুদানের টাকা পৌঁছে দেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। এছাড়া স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের মাধ্যমে এসব অর্থ বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত ৫৭৫ টি পরিবারের মধ্যে ঘরবাড়ি মেরামতের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০হাজার টাকা করে অনুদান দেয়া হচ্ছে৷ আংশিক ক্ষতিগ্রস্ত আরও প্রায় ৫ হাজার পরিবারের তালিকা করা হয়েছে তাদেরকেও সহায়তার আওতায় আনা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএ/জেপি-০৮