সুনামগঞ্জের দোয়ারাবাজারে নরসিংপুর সমাজ কল্যান সংস্থা (নসকস)এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত নরসিংপুর ইউনিয়নে ৫ম ধাপে ৩ হাজার বন্যার্তদের মাঝে ফুডপ্যাক উপহার প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

 


শুক্রবার (৮ জুলাই) ৫শ' পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ।

 

অন্যদিকে সংগঠনের পক্ষ থেকে বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁও গ্রামের শতাধিক পরিবারের মধ্যে ঈদবস্ত্র বিতরণ, আনকোনা ইতালি বাংলাদেশী প্রবাসীদের অর্থায়নে সিলেট সদর উপজেলার টুকেরবাজার তালুকদার পাড়া সমাজ কল্যান সংস্থার সহযোগীতায় নরসিংপুর ইউনিয়নের উত্তর-পশ্চিমাঞ্চলের বন্যাদুর্গত ২শ' পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণ করেন নসকস নেতৃবৃন্দ।

 

এসময় উপস্থিত ছিলেন- নসকস'র সাবেক সভাপতি মাস্টার রফিজ আলী, সাবেক সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সভাপতি ও আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান, সাবেক সভাপতি মাস্টার আব্দুল আওয়াল, সাবেক সভাপতি মাস্টার ওয়ারিছ আলী, নসকস উপদেষ্টা আতাউর রহমান, খলিলুর রহমান, সাবেক সভাপতি ব্যবসায়ী আখলুছ আলী রনি, সাবেক সাধারণ সম্পাদক হাসান আলী।

 

বর্তমান সভাপতি মাস্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, সিনিয়র সদস্য ফখরুল ইসলাম, মুহিবুর রহমান, সাদিকুর রহমান, সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর আলী, সৈয়দ আহমদ, প্রচার সম্পাদক সাংবাদিক সোহেল মিয়া, আলিম উদ্দিন সিলেট সদর উপজেলার টুকেরবাজার তালুকদার পাড়া যুবকল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাছুম তালুকদার, বর্তমান সেক্রেটারী আতিকুর রহমান আরাফাত, কাজী আহমদ শিবলী, সাবেক সেক্রেটারি আব্দুল করিম, অফিস সম্পাদক জামিল আহমদ, ফুটবলার  কামরান রাজু প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-৩৮