সিলেটের বন্যাদুর্গত গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। ১০০টি পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়।

বিজিবি জানায়, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন বিছনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নন্দিরগাঁও ইউনিয়নের শালটিঘরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


এ ছাড়া জৈন্তাপুর উপজেলাধীন ডিবির হাওড় বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়  ১নং নিজপাট ইউনিয়নের ডিবির হাওড় স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে বিজিবি ত্রাণ বিতরণ করেছে।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে