সিলেটে চলছে ট্রাফিক পক্ষ। সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান চালানো হচ্ছে। প্রথম দিন নগরীতে ‘সড়ক পরিবহন আইন/২০১৮’ অমান্য করায় ৫৫ টি যানবাহনকে মামলা দেয়া হয়েছে এবং ৮০ টি যানবাহনকে আটক করা হয়েছে।

 


গতকাল সোমবার (২৫ জুলাই) শুরু হওয়ায় ট্রাফিক পক্ষের প্রথম দিনে এ অভিযান চালিয়ে যানবাহনগুলোকে মামলা ও আটক করা হয়।

 

পুলিশ জানায়, মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল সোমবার (২৫ জুলাই) হতে আগামী ৮ আগস্ট পর্যন্ত এ ‘ট্রাফিক পক্ষ’ পালন করবে সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ।

 

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম-সেবার নির্দেশনায় ট্রাফিক পক্ষের প্রথম দিনে নিয়মিত মামলার পাশাপাশি নগরীর বিভিন্নস্থানে চেকপোস্ট পরিচালনার মাধ্যমে সড়ক পরিবহন আইন/২০১৮ অনুযায়ী ৫৫টি যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল ও ৮০টি যানবাহন ডাম্পিং করে পুলিশ লাইনে প্রেরণ করা হয়।

 

ট্রাফিক পক্ষ সফল ও সার্থক করার জন্য আন্তরিকভাবে সিলেট মহানগরীর সকল নাগরিকদের আহবান জানিয়েছেন ফয়সল মাহমুদ পিপিএম-সেবা।

 

সিলেটভিউ২৪ডটকম/জেপি