ছবি- মোজাম্মেল হক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২) হত্যা মামলার আসামী আবুল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। পরে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।


বুধবার (২৭ জুলাই) বিকাল পৌণে ৫ টার দিকে তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক সুমন ভূঁইয়ার আদালতে তোলা হলে সন্ধ্যার দিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।



এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দেবাশীষ দেব।

তিনি বলেন, আমরা তাকে ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য আদালতে উপস্থাপন করি। সে বিজ্ঞ বিচারকের কাছে জবানবন্দী দেয়। আদালত তাকে কারাগারে ্রেপরণ করার নির্দেশ দিয়েছেন।

জানা যায়, এ মামরায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে শাবির পেছনের টিলাগাঁওয়ের আনিছ আলীর ছেলে আবুল হোসেন (১৯)-কে আদালতে তুলে পুলিশ। সে আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এছাড়া অন্য দুই আসামী শাবির পেছনের টিলাগাঁওয়ের  মো. গোলাব আহমদের ছেলে কামরুল আহমদ (২৯), একই গ্রামের মৃত তছির আলীর ছেলে মো. হাসান (১৯)-কে আগামীকাল বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

এরআগে- গত সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজীকালুর টিলার পাশে (নিউজিল্যান্ড এলাকায়) ছুরিকাঘাত করা হয় শাবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে (২২)। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুলবুলের বাড়ি নরসিংদী সদরের নন্দীপাড়া গ্রামে। তিনি শাবির শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন।


এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

 

এদিকে- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আখতারুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

সিলেটভিউ২৪ডটকম/মোজাম্মেল/জেপি