ছিনতাইকারীদের ছুরিকাঘাতের ১৫ মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ (২২)। ছুরিকাঘাতের ফলে তার হার্ট ফুটো হয়ে গিয়েছিলো। বুলবুলের শরীরে ছুরি উপর্যুপরি তিনটি আঘাত করে ছিনতাইকারীরা।
এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন লাশের ময়না তদন্তকারী চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. শামসুল ইসলাম।
তিনি জানান, বুলবুলের বুকের বা পাশের একটি আঘাত ছিল গুরুতর, হার্ট ফুটো হয়ে গিয়েছিলো- যার কারণে তার মৃত্যু হয়েছে। আঘাতের ১৫ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বুলবুলের ময়না তদন্ত সম্পন্ন হয়। বুধবার ময়না তদন্তের প্রাথমিক প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করেন চিকিৎসকরা।
গত সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গাজিকালুর টিলার পাশে ছুরিকাঘাতে খুন হন শাবিপ্রবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বুলবুল আহমেদ। তখন টিলায় তার সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীও ছিলেন।
বুলবুল আহমদ খুনের ঘটনায় ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বুধবার পুলিশ সংবাদ সম্মেলন করে জানায়- ছিনতাইয়ের উদ্দেশ্যেই বুলবুলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তাদের মধ্যে কামরুল ইসলামের বাড়ি থেকে বুলবুলের মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে। বুধবার সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবুল হোসেন। বাকি দুজনকে আজ (বৃহস্পতিবার) বিকালে আদালতে তোলা হবে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম