সিলেটে সাম্প্রতিক সময়ের সকল দুর্যোগ, বিপদ-আপদ থেকে মুক্তি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ‘তাওবা ইস্তেগফার ও দোয়া মাহফিল’ শুরু হয়েছে।

 


শুক্রবার বাদ আসর নগরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে এ মাহফিল শুরু হয়।এতে বয়ান ও দোয়া পরিচালনা করার কথা রয়েছে শায়েখ মুফতি রশীদুর রহমান ফারুক (বরুনা)। মাহফিল চলবে রাত ১০টা পর্যন্ত।

 

শাহী ঈদগাহ প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, বাদ আসর থেকেই নগরীর ধর্মপ্রাণ মানুষের দলে দলে মাহফিলে যোগ দিচ্ছেন। আর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বয়ান রাখছেন আগত আলেমরা।

 

মাহফিলে ক্রমান্নয়ে শায়েখ মুহাম্মদ বিন ইদ্রিস (শায়েখ লক্ষ্মীপুরী), শায়েখ মুফতি মুহিব্বুল হক (গাছবাড়ি), শায়েখ শফিকুল হক (সুরাইঘাটি), শায়েখ নূরুল ইসলাম খান (সুনামগঞ্জী), শায়েখ আহমদ আলী (শায়েখ চিল্লা), শায়েখ মুফতি ওলিউর রহমান (খাসদবির), শায়েখ মজদুদ্দীন আহমদ (ভার্থখলা), শায়েখ মহসিন আহমদ (কৌড়িয়া)সহ বিশিষ্ট আলেমগণ বয়ান রাখবেন।

 

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ও শাহী ঈদগাহ ও হাজারীবাগ এলাকাবাসীর আয়োজনে কর্মসূচীটির ব্যবস্থাপনায় রয়েছে জালালাবাদ ইমাম সমিতি-সিলেট।

 

সিলেটভিউ২৪ডটকম/মাহি