পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপির নামে প্রতিষ্ঠিত মোমেন ফাউন্ডেশন সিলেটবাসীর সেবায় কাজ করে যাচ্ছে। করোনা মহামারি, বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষে পাশে দাঁড়ায় এ সংগঠনটি। এর ধারাবাহিকতায় শোকের মাস আগস্টের প্রথম দিনে অসহায়, গরীব ও দুঃখী মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সদস্যরা নগরের ২৪ নং ওয়ার্ডের প্রায় আড়াই শতাধিক লোকজনকে চিকিৎসা সেবা প্রদান করেন।

সোমবার (১ আগস্ট) সকাল থেকে সিলেট নগরের তেররতন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।


পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েলের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, জাতীয় মহিলা সংস্থা, সিলেটের চেয়ারম্যান হেলেন আহমদ, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, আবুল খায়ের, ফয়ছল আহমদ, আক্তার সোবহানী, আখতার হোসেন শেখর, শফিক আহমদ, এনাম আহমদ, সালাম, সুন্দর আলী, তারেক আহমদ, আখতার, জব্বার পাপ্পু, দিনার আহমদ দিলু প্রমুখ।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সেলিনা মোমেন তেররতনে নির্মিত ৩টি ডিপ টিউবওয়েল পরিদর্শন করেন। পরে ছৈদানীবাঘ দিঘী পরিদর্শন করেন এবং ওই দিঘী পরিষ্কার করতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে পরামর্শ দেন।

 

সিলেটভিউ২৪ডটকম/মাহি/জেপি