আমেরিকার মিশিগানে গ্রীষ্মকালীন বনভোজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন।

 


রোববার (৩১ জুলাই) ওয়ারেন সিটির হলমিছ পার্কে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন অ্যাসোসিয়েশন সদস্যদের পরিবারসহ বাংলাদেশি কমিউনিটির মানুষেরা।

 

বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, আড্ডা আর খোশগল্পে মেতে উঠে দারুণ আনন্দ উপভোগ করেন তারা। সবাই মিলে একসাথে সারেন দুপুরের খাবার।

 

আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বেলুন উড়িয়ে অনুষ্ঠানসূচির উদ্বোধন করেন বনভোজন উপ-কমিটির আহবায়ক আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান। তার সাথে ছিলেন সদস্য সচিব প্রসন্ন চন্দ ও শাহ খালিশ মিনার।

অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দীপুর সভাপতিত্বে ও সেক্রেটারি লুৎফুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বক্তব্যে রাখেন- অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এসএম হাসান ইকবাল, মিল্টন বড়ুয়া, ম্যানেজার বোর্ড অফ এডুকেশনের এটলার্ড মেম্বার অলিউর রহমান, রিয়েলেটর ইকবাল আহমদ, সহকারী অধ্যাপক আমিনুল হক, অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবাদুল ইসলাম, জাবেদ চৌধুরী, জয়ন্ত দেব অনুপ, আতিকুর রহমান ভূইয়া, মোহাম্মদ রফিকুল, মোতাব্বির শাহীন, সাংবাদিক হেলাল উদ্দিন রানা, ইঞ্জিনিয়ার কামরুল হাসান চৌধুরী, অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আফতাব।

 


সিলেটভিউ২৪ডটকম/টিআরএস/এসডি-১১