টানা ২৪ দিন বন্ধ থাকার পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে চুনাপাথর আমদানি ফের শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে এই আমদানি কার্যক্রম শুরু হয়। এর ফলে ঝিমিয়ে থাকা এ স্টেশনে ফিরেছে প্রাণচাঞ্চল্য।

ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী খান জানান, সোমবার (১ আগস্ট) সকাল থেকে ভারত থেকে চুনাপাথর আমদানি চলছে। কোনো জটিলতা তৈরি না হলে প্রতিদিন এলসি (আমদানির ঋণপত্র) করা চুনাপাথর আমদানি কার্যক্রম চলবে।


সংশ্লিষ্টরা জানান, ঈদ-উল-আযহা উপলক্ষে গত ৮ জুলাই থেকে ১৪ জুলাই অবধি ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশন দিয়ে চুনাপাথর আমদানি বন্ধ ছিল। পরে ভারত সরকার সড়ক সংস্কার শুরু করলে ৩১ জুলাই অবধি বন্ধ হয়ে যায় আমদানি।

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু জানান, ঈদের জন্য ১৪ জুলাই পর্যন্ত আমদানি বন্ধ ছিল। ১৪ জুলাই ভারতীয় কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানায়, তাদের দেশের অভ্যন্তরে জিরো লাইনের সড়ক মেরামত প্রয়োজন। ফলে আমদানি বন্ধ হয়ে যায়। ২৪ দিন বন্ধ থাকার পর এখন চুনাপাথর আমদানি শুরু হয়েছে।

তিনি আরও জানান, চুনাপাথর আমদানি বন্ধ থাকায় শ্রমিকরা বেকার বসে ছিলেন। এখন তারা কাজ ফিরতে পেরে স্বস্তি পাচ্ছেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে