(প্রতীকী ছবি)

সিলেটে কীনাশক পান করে এক যুবকের মৃত্যু ঘটেছে। সোমবার (১ আগস্ট) দুপুরে দিকে আলী আহমেদ (৩০) নামের ওই যুবক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে রোববার (৩১ জুলাই) দুপুরে তিনি নিজ বসতঘরে কীটনাশক পান করেন। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, সিলেটের জালালাবাদ থানার পশ্চিমদর্শা গ্রামের ইসহাক আলীর ছেলে আলী আহমেদ রোববার দুপুর দেড়টার দিকে নিজের বসতঘরে কীটনাশক পান করেন। পরে তাকে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা ওসমানী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যুবরণ করেন। 


মৃত্যুর পর ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে জালালাবাদ থানার একদল পুলিশ ওসমানী হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। 

তবে কী কারণে আলী আহমেদ কিটনাশক পান করলেন সে বিষয়টি এখনও জানতে পারেনি পুলিশ। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান মৃতের পরিবারের বরাত দিয়ে সিলেটভিউ-কে বলেন, আলী আহমেদ পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। রোববার দুপুরে তাকে তার বিছানায় ছটফট করতে দেখে পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে যান। তবে তাকে কিটনাশক পান করতে পরিবারের লোকেরা দেখতে পাননি। আমরা হাসপাতাল সূত্রে তথ্যটি পেয়েছি। কেন তিনি কীটনাশক পান করলেন সেটি খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। 

সিলেটভিউ২৪ডটকম / ডালিম