বাংলাদেশ সরকার ও ইউজিসির নির্দেশনা অনুযায়ী সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি জ্বালানি ও বিদ‍্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে।

 


বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রিভিউ কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম কমিয়ে আনা হয়েছে।

 

সপ্তাহে একদিন একাডেমিক কার্যক্রম অনলাইনে হোম অফিসের মাধ‍্যমে পরিচালনার উদ‍্যোগ গ্রহণ করেছে।

 

উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ে ঐদিন বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাস ও পরিবহন বন্ধ থাকবে। ক‍্যাম্পাস বন্ধকালে নগরীর তালতলাস্থ সুরমা টাওয়ারে ভর্তি কার্যক্রম চালু থাকবে। বিদ‍্যুৎ ও জ্বালানী ব‍্যবহার সঠিকভাবে করা হচ্ছে কিনা তা তদারকি করার জন্য একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে।

 

সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭