চলতি আগস্ট মাসে সিলেটসহ দেশের কয়েকটি অঞ্চলে বন্যার পূর্বাভাস রয়েছে। তবে এই বন্যার দীর্ঘমেয়াদি হবে না। স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা হতে পারে।

এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


অধিদপ্তরের ‘আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস’-এ বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল (সিলেট অঞ্চল) এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কিছু স্থানে ‘স্বল্প থেকে মধ্যমেয়াদি’ বন্যার সৃষ্টি হতে পারে।

এদিকে, দেশে জুলাই মাসে গড় বৃষ্টির পরিমাণ ছিল কম। আবহাওয়াবিদরা একে ‘অস্বাভাবিক’ বলেছেন। চলতি মাসেও বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট অঞ্চলে হতে পারে দেশের সবচেয়ে বেশি বৃষ্টি।

এ ছাড়া চলতি মাসে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে।

Sylhetview24.com/RiK