মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ী দুইটি ইউনিয়ন  নিয়ে গঠিত। ১নং ধর্মঘর ও ২নং চৌমুহনী  ইউনিয়ন।  প্রতিটি ইউনিয়ন নিয়ে একটি বিট।ধর্মঘর ইউনিয়নের দায়িত্বে  ছিলেন এসআই বাবুল চৌধুরী। ১ মে বদলিজনিত কারনে চলে যায় বানিয়াচং  থানা।


দীর্ঘ দিন ধরে  কাশিম নগর পুলিশ ফাঁড়ীর এস আই পদটি শুন্য রয়েছে। পদটি শুন্য থাকার কারনে  ধর্মঘর বিটে নেই কোন  নতুন পুলিশ অফিসার। চৌমুহনী বিটের দায়িত্বে  থাকা এস আই ইসমাইল হোসেন ধর্মঘরসহ দুই বিটের কাজ করতে হয়। দীর্ঘদিন ধরে ধর্মঘর বিটে নতুন কোন অফিসার পোসটিং না দেওয়া মাধক প্রতিরোধে পুলিশ হিমসিম খেথে হচ্ছে। ধর্মঘর বিটের  দু পাশেই ভারতীয় সীমান্ত । গত দুইমাসে মাধকের বড় কোন চালান কাশিমনগর পুলিশ আঠক করতে পারেনি।



জেলা গোয়েন্দা সংস্থ (ডিবি ) ২২জুলাই ধর্মঘরের গোবিন্দপুর সরকারী স্কুলের সামনের রাস্তা থেকে আটক করে  বড় একটি ভাতীয় গাজার চালান আটক করে।

 

সিলেটভিউ২৪ডটকম/সাহচৌ/ইআ