জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সিলেট-জকিগঞ্জ সড়কে গণপরিবহনের ভাড়াও বর্ধিত করা হয়েছে। 

এ রোডের যাত্রীদের জন্য নতুন ভাড়া নির্ধারণ করে দিয়েছে সিলেট-জকিগঞ্জ-সুতারকান্দি-বারইগ্রাম-কানাইঘাট মিনিবাস মালিক সমিতি ও সিলেট- জকিগঞ্জ-মটর মালিক গ্রুপ।


তাদের বর্ধিত ভাড়া অনুযায়ী সিলেট হইতে জকিগঞ্জ ৯০ কিঃ মিঃ ১৯৮ টাকা। 

সিলেট হইতে জকিগঞ্জে ভায়া রতনগঞ্জ ৭৪ কিঃ মিঃ ১৬২.৮০ টাকা।

সিলেট হইতে বাবুর বাজার ৮৪ কিঃ মিঃ ১৮৬.৮০ টাকা। 

সিলেট হইতে গঙ্গাজল ৮২ কিঃ মিঃ ১৮০.৪০ টাকা।

সিলেট হইতে কামালগঞ্জ ৮১ কিঃ মিঃ ১৭৮.২০ টাকা। সিলেট হইতে শরিফগঞ্জ ৮০ কিঃ মিঃ ১৭৬ টাকা।

সিলেট হইতে আমলসীদ ৭৮ কিঃ মিঃ ১৭১.৬০ টাকা।

সিলেট হইতে সুনাসরি ৭৩ কিঃ মিঃ ১৬০.৬০ টাকা।

সিলেট হইতে কালীগঞ্জ ৬৭ কিঃ মিঃ ১৪৭.৪০ টাকা।

সিলেট হইতে রতনগঞ্জ ৬৬ কিঃ মিঃ ১৪৫.২০ টাকা।

সিলেট হইতে আটগ্রাম ৬২ কিঃ মিঃ ১৩৬.৪০ টাকা।

সিলেট হইতে সড়কের বাজার ৫৬ কিঃ মিঃ ১২৩.২০ টাকা।

সিলেট হইতে কানাইঘাট ৫১ কিঃ মিঃ ১১২.২০ টাকা।

সিলেট হইতে সায়বাগ ৪৭ কিঃ মিঃ ১০৩.৪০ টাকা।

সিলেট হইতে ছাগলী বাজার ৪২ কিঃ মিঃ ৯২.৪০ টাকা।

সিলেট হইতে কাকুরা বাজার ৩৭ কিঃ মিঃ ৮১.৪০ টাকা।

সিলেট হইতে চারখাই ৩৩ কিঃ মিঃ ৭২.৬০ টাকা।

১৮ সিলেট হইতে শেওলা ৩৭ কিঃ মিঃ ৮১.৪০ টাকা।

সিলেট হইতে মেউয়া ৪১ কিঃ মিঃ ৯০.২০ টাকা।

সিলেট হইতে তেরাদল (কাকরদি) ৪৬ কিঃ মিঃ ১০১.২০ টাকা। 

সিলেট হইতে বৈরাগী বাজার ৪৮ কিঃ মিঃ ১০৫.৬০ টাকা।

সিলেট হইতে সুতারকান্দি ৪৫ কিঃ মিঃ ৯৯ টাকা। 

সিলেট হইতে বিয়ানীবাজার ৫১ কিঃ মিঃ ১১২.২০ টাকা।

সিলেট হইতে বারইগ্রাম ৫৯ কিঃ মিঃ ১২৯.৮০ টাকা।

সিলেট হইতে কাংলী ৫৯ কিঃ মিঃ ১২৯.৮০ টাকা। 

সিলেট হইতে শাহবাজপুর ৬৪ কিঃ মিঃ ১৪০.৮০ টাকা।

সিলেট হইতে রামধা ২৮ কিঃ মিঃ ৬১.৬০ টাকা।

সিলেট হইতে রানাপিং ২৩ কিঃ মিঃ ৫০.৬০ টাকা।

সিলেট হইতে গােলাপগঞ্জ ১৭ কিঃ মিঃ ৩৭.৪০ টাকা।

সিলেট হইতে হেতিমগঞ্জ ১১ কিঃ মিঃ ২৪.২০ টাকা।

সিলেট হইতে বড়লেখা ৬৯ কিঃ মিঃ ১৫১.৮৩ টাকা।

সিলেট হইতে জকিগঞ্জ ভায়া শেওলা ৬০ কিঃ মিঃ ১৩২ টাকা।

সিলেট হইতে ভুইয়ার বাজার ৫৬ কিঃ মিঃ ১২৩.২০ টাকা। 

সিলেট হইতে ঈদগাহ বাজার ৫৪ কিঃ মিঃ ১১৮.৮০ টাকা। 

সিলেট হইতে জনতা বাজার ৫২ কিঃ মিঃ ১১৪.৪০ টাকা।

সিলেট হইতে ইউনিয়ন/মাসুম বাজার ৫০ কিঃ মিঃ ১১০ টাকা। 

সিলেট হইতে মাদ্রাসা বাজার ৪৮ কিঃ মিঃ ১০৫.৬০ টাকা।

সিলেট হইতে পীর নগর ৪৬ কিঃ মিঃ ১০১.২০ টাকা। 

সিলেট হইতে লক্ষী বাজার ৪৪ কিঃ মিঃ ৯৬.৮০ টাকা|

সিলেট হইতে মৈয়াখালি ৪০ কিঃ মিঃ ৮৮ টাকা।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পরিবহন ভাড়া সমন্বয়ে শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা আসে।
 
ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রোববার (৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. মনিরুল আলম ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৮০ পয়সার জায়গায় ২ টাকা ২০ পয়সা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সার স্থলে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ০৫ পয়সার স্থলে ২ টাকা ৪০ পয়সা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা নির্ধারিত হলো।

ভাড়া বৃদ্ধি গ্যাসচালিত মোটরযানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত ইতোপূর্বে জারিকৃত সকল প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হলো। ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে টানিয়ে রাখতে হবে। জনস্বার্থে জারিকৃত এ ভাড়ার হার ৭ আগস্ট থেকে কার্যকর হবে।

এর আগে, শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়। যেখানে ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা, ও পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি বেড়েছে যথাক্রমে ৪৪ টাকা ও ৪৬ টাকা। আর ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে বেড়েছে ৩৪টাকা। আগে ডিজেলের দাম ৮০ টাকা, পেট্রোল ৮৬ টাকা ও অকটেনের দাম ছিল ৮৯ টাকা।


সিলেটভিউ২৪ডটকম / মুন্না / ডি.আর