ছবি : আহমেদ শাহিন

রাস্তার দুপাশে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার-বারুতখানা রোডে রাত-দিন লেগে থাকে যানজট। সন্ধ্যার দিকে সেটি তীব্র আকার ধারণ করে। 

নগরীর অন্যান্য সড়কে ট্রাফিক পুলিশ মাঝে-মধ্যে অভিযান চালালেও এ সড়কে কখনও পুলিশকে অভিযান চালাতে দেখা যায়নি। ফলে পূর্ব জিন্দাবাজারে রাস্তার দুপাশে গাড়ি রেখে অনেকেই পুরো জিন্দাবাজার ঘুরে কেনাকাটা শেষ করে গাড়ি নিয়ে নিয়ে যান। এছাড়াও এ এলাকার পালকি রেস্টুরেন্ট এবং কাজী এ্যাসপ্যারাগাস ফুড আইল্যান্ড’র দোকানগুলোতে বিকেল হলে ভোজনরসিকদের ভিড় লেগে থাকে। এসব মানুষ গাড়ি নিয়ে আসলে তারা রাস্তার পাশেই গাড়ি দাঁড় করিয়ে রেখে রেস্টুরেন্টে খাবার খেতে যান। এতে এ সড়কে ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকে যানজট। চরম ভোগান্তি পোহাতে হয় এ সড়কে চলাচলকারীদের। 


জিন্দাবাজার পয়েন্টে বেশিরভাগ সময় ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকলেও এ বিষয়ে তাদের কখনো এ বিষযে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।  

আজ বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায়ও পূর্ব জিন্দাবাজারের রাস্তায় দেখা যায় একই চিত্র। দুপাশে জিপ, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ সকল ধরনের গাড়িই অবৈধভাবে পার্ক করে রাখা। 

এ বিষয়ে বক্তব্য নিতে সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ ও অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহেরকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তারা রিসিভ করেননি। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম