এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে সিলেটের  গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩ শতাধিক পরিবারে ১ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) গোয়াইনঘাট উপজেলা সদরে এনআরসি ব্যাংক শাখায় উক্ত  সহায়তার উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।


এনআরবিসি ব্যাংক গোয়াইনঘাট শাখার ম্যানেজার রুহেল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন এনআরবিসি ব্যাংকের এফএভিপি বটেশ্বর শাখার ম্যানেজার মো. আবুল খায়ের,গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভুমি তানভীর হোসেন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মো. আব্দুল মালিক, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবুল খয়ের, বিশিষ্ট ব্যাবসায়ী সন্তোষে, ইমরান আহমদ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলেমান আহমেদ প্রমুখ। ১০০ জন বীর মুক্তিযোদ্ধা ও ২ শতাধিক সাধারণ  মানুষের মাঝে নগদ ১০০০ টাকা করে  আর্থিক সহায়তা প্রদান করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/এমএএম/ইআ