ঢাকা ব্যাংক লিমিটেড ও সিলেটের স্টুডেন্ট কনসালটেন্সি এজেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।


বুধবার (১০ আগস্ট) সিলেট নগরের উপশহরস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ঢাকা ব্যাংক লিমিটেড ও স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মের মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে সিলেটের ৩০টি স্টুডেন্ট সিনসাল্টেন্সি ফার্মের প্রতিনিধিরা পৃথকভাবে ঢাকা ব্যংকের সাথে চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকা ব্যাংকের রিটেইল বিজনেস বিভাগের প্রধান ও ইভিপি এইচএম মোস্তাফিজুর রহমান ও FACD-CAB সিলেট অঞ্চলের সভাপতি মো. ফেরদৌস আলম নথি বিনিময় করেন। এই চুক্তির আওতায় ঢাকা ব্যাংক বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করবে।


চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন- ঢাকা ব্যাংকের পক্ষে ফজলে আহমেদ রাব্বি, ভিপি ও রিজিওনাল ম্যানেজার সুমন বনিক, ভিপি ও ম্যানেজার উপশহর শাখা’র শ্যামল কান্তি দাস, এসএভিপি ও ম্যানেজার মদিনা মার্কেট শাখার মো. আনোয়ার হোসেন, এসএভিপি ও ম্যানেজার, গোয়ালাবাজার ও স্টুডেন্ট ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ সাইফুর রহমান সহ সিলেট অঞ্চলের ৩০টি স্টুডেন্ট কনসালটেন্সির সিইও এবং এমডিগণ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি