দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকেরা।

 


৩ দিনের কর্মসূচির তৃতীয় দিন বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর চা-বাগানে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালিত হয়।

 

শাহবাজপুর চা-বাগানের কারখানা প্রাঙ্গণে চা-বাগান পঞ্চায়েত ও চা শ্রমিক আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মেঘনাদ নায়েক।

 

শাহবাজপুর চা বাগানের উদয়ন যুবক সংঘের সভাপতি শ্যাম রায় কর্মকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহবাজপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অভিনন্দন বাউরি, সাংগঠনিক সম্পাদক মন্টু ভূমিজ, সদস্য দয়াময় বিশ^াস ও আনন্দ রিকমন, উদয়ন যুবক সংঘের সহ সভাপতি পলাশ বুনার্জি, সাংগঠনিক সম্পাদক বিশ^জিত বাউরি প্রমুখ।

 

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চা শ্রমিকেরা দিশেহারা। এখন ১২০ টাকার মজুরি দিয়ে সংসার চলে না। আমাদের অনেক কষ্ট করতে হয়। মজুরি বাড়ানোর কথা থাকলেও বাগান মালিকেরা নানা টালবাহানায় মজুরি বাড়াচ্ছেন না। বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে চা-শ্রমিকের দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবি জানাচ্ছি। এই দাবি মানা না হলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/এজেএল/এসডি-০৮