ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন জগদীপ ধনকড়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান সদ্য-নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

 


দেশটির নতুন উপরাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বিদায়ী উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ও লোকসভার স্পিকার ওম বিড়লা। এছাড়াও দেশটির অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ধনকড়ের শপথে উপস্থিত ছিলেন।

 

তবে ধনকড়ের শপথ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি অংশ নেননি। শপথ অনুষ্ঠানে বিভিন্ন দলের সংসদীয় দলের নেতাদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন আমন্ত্রণও পেয়েছিলেন। কিন্তু দু’জনের কেউই ধনকড়ের শপথে হাজির ছিলেন না।

 

গত ৭ আগস্ট বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটের বিপুল ব্যবধানে হারিয়ে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক রাজ্যপাল জগদীপ ধনকড় ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।

প্রার্থী হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করে বড় চমক দিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। জনতা দল (ইউনাইটেড), ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে ও শিব সেনার শিন্ডে শিবির সমর্থন করেছিল তাকে। সব মিলিয়ে প্রায় ৭০ শতাংশ ভোট পান তিনি।

 

অন্যদিকে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা পান ২৬ শতাংশ ভোট। আগের উপরাষ্ট্রপতি ভোটে তৎকালীন বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছিলেন ৩২ শতাংশ ভোট। সংসদের দুই কক্ষের মোট ৭২৫ জন সদস্য গোপন ব্যালটে ভোট দিয়েছিলেন। জগদীপ ধনকড়ের পক্ষে যায় ৫২৮ ভোট। অন্যদিকে মার্গারেট আলভা পেয়েছিলেন মাত্র ১৮২ ভোট।

 

ধনকড়ের এই জয় অবশ্য প্রত্যাশিতই ছিল। বিজেপি একার জোরেই ধনকড়কে জিতিয়ে আনার মতো পরিস্থিতিতে ছিল। সঙ্গে অনেকগুলো দলের সমর্থন তিনি পেয়েছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১১