সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী আগামী ১৫ই আগস্ট। এই জাতীয় শোক দিবসটি যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ই আগস্টে ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা। এ ছাড়া একইদিন শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু রচিত ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর বাণী সম্বলিত পোস্টার তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (১৩ই আগস্ট) বঙ্গবন্ধু সংশ্লিষ্ট নির্ধারিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং ১৬ই আগস্ট স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হবে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে