এক বছরের সাজা এড়াতে ৯ বছর ধরে পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ফতুল্লার আমিন (৫৫) নামের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির। শুক্রবার রাতে তাকে ফতুল্লার লামাপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আমিন ফতুল্লা মডেল থানার আবুল হোসেনের পুত্র। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, দস্যুতা ও মারামারির ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা ২০০৪ সালের একটি মামলায় ( ২৮(১১)২০০৪) সিনিয়র চিফ জুডিয়াসাল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত নারায়নগঞ্জ ২০১৩ সালে গ্রেফতারকৃত আমিনের বিরুদ্ধে এক বছরের সাজা প্রদান করেন। তার অনুপস্থিতেই এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পূর্ব থেকেই সে পলাতক ছিলো।


গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে বারোটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানায়, সাজাপ্রাপ্ত আসামি আমিন মামলার রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন। রায়ের নয় বছর পর শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ


সূত্র : বিডিপ্রতিদিন