প্রতীকী ছবি।

সিলেটে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব থামছে না। সাম্প্রতিক দুই দফার বন্যার পর প্রতিদিন শত শত মানুষ পানি থেকে ছড়ানো বিভিন্ন ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা ৩৬৮ জন।


স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, ডায়রিয়া, আরটিআই, চোখের প্রদাহ, চর্মরোগ প্রভৃতি রয়েছে।

সর্বশেষ আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৫৬ জন, সুনামগঞ্জের ৬০ জন, মৌলভীবাজারের ১১৪ জন ও হবিগঞ্জ জেলার ১৩৮ জন রয়েছেন।

সবমিলিয়ে পানিবাহিত রোগে সিলেট বিভাগে ২৬ হাজার ২৮৫ জন আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া দুই দফা বন্যায় মারা গেছেন ৭৮ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, বন্যার সময় দূষিত পানি ছড়িয়েছে। জীবাণুযুক্ত পানি পান করায় বা ব্যবহার করায় রোগব্যাধি ছড়াচ্ছে। পানি পান ও ব্যবহারে সবাইকে সতর্ক হতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে