ড. হুমায়ের চৌধুরী রানাকে আহব্বায়ক এবং সাইফুল কাজী মাসুমকে সদস্য সচিব করে সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অষ্ট্রেলিয়া কমিটি গঠন করা হয়েছে।
অস্ট্রেলিয়ায় বসবাসরত সিলেট বিভাগের বিপুল সংক্ষক প্রবাসীদের উপস্হিতিতে ৮ আগস্ট সিডনির লাকেম্বার প্যারি পার্কস্থ অস্ট্রেলিয়ান ন্যাশনাল স্পোর্টস ক্লাব-এ অনুষ্ঠিত হয়। 
সভায় সর্বসম্মতিক্রমে ড. হুমায়ের চৌধুরী রানাকে আহবায়ক এবং সাইফুল কাজী মাসুমকে সদস্য সচিব এবং ৭ জনকে যুগ্ম আহবায়ক করে ৩৭ সদস্য জালালাবাদ এসোসিয়েশন, অস্ট্রেলিয়া নামের সামাজিক সংগঠন গঠিত হয়েছে। 


উল্লেখ্য, অষ্ট্রেলিয়ায় বাংলাদেশের বিভিন্ন এলাকা ভিত্তিক সংগঠন থাকলেও দীর্ঘদিনের প্রত্যাশা ছিল অস্ট্রেলিয়ায় বসবাসরত সিলেট বিভাগের সর্বস্তরের বাসিন্দাদের নিয়ে সমস্ত অষ্ট্রেলিয়া ভিত্তিক একত্রিভূত একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠার। 



ড. হুমায়ের চৌধুরী রানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শেরওয়ান জামান, ড. ফয়সাল আহমেদ, মো. আব্দুল খালেক, ড. আউবুর রহমান প্রমুখ। 


সভায় বক্তারা অস্ট্রেলিয়ায় বসবাসরত সিলেট প্রবাসীদের সার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সামাজিক ও মানবিক দায়িত্ব, সিলেটী ভাষা চর্চা সহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন। 
সভায় ড. হুমায়ের চৌধুরী রানা, শেরওয়ান জামান, ড. ফয়সাল আহমেদ, মো. আব্দুল খালেক, সাইফুল কাজী মাসুম, নূর উদ্দিন ও ফাইজ আহমেদ শিপলুকে উক্ত সংগঠন গড়ার পিছনে তাদের অবদানের জন্য ধন্যবাদ প্রদান করা হয়। 


পরবর্তিতে ১৫ আগস্ট লাকেম্বাস্হ মাতাম আল-এরাবিয়া রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে সংগঠনের আহবায়ক ড. হুমায়ের চৌধুরী রানার সভাপতিত্বে জালালাবাদ এসোসিয়েশন, অস্ট্রেলিয়ার প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়ে।


উপরোক্ত সভায় উপস্থিত বক্তাগন এসোসিয়েশনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিভিন্ন গঠনমূলক বক্তব্য রাখেন।
সভায় সর্বসম্মতিক্রমে ৫ (পাঁচ) জন সদস্যকে যুগ্ম আহব্বায়ক ও নতুন ৪ (চার) জন সদস্য অন্তর্ভূক্তির অনুমোদনক্রমে সর্বমোট ৪১ সদস্য বিশিষ্ট জালালাবাদ এসোসিয়েশন, অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ করেছে।

সিলেটভিউ২৪ডটকম/আই/ইআ