দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের আলমদিনা একাডেমি'র উদ্যোগে গুণীজন-প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩১ আগষ্ট) একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট খলিলুর রহমান।
সংবর্ধিত অতিথিরা হলেন- আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন শিপলু, আমেরিকা অ্যাপল ব্যাংকের অফিসার জিয়াউল আহমদ জামিল, ইতালী প্রবাসী আবুল কালাম আজাদ ও মালয়েশিয়া প্রবাসী সাদিকুর রহমান জালাল।
প্রধান অতিথির বক্তব্য দেন- সিলেট জেলা বারের আইনজীবী ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের ডিরেক্টর আতাউর রহমান, আল-মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান, নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) সভাপতি শফিকুল ইসলাম, নসকস'র সাবেক সভাপতি আবিদ রনি, সেক্রেটারি তোফাজ্জল হোসাইন, শিক্ষক গোলাম সামদানী সুমন, জুয়েল আহমদ, নসকস'র প্রচার সম্পাদক ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আল-মদিনা একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক ইভেন্ট পরিবেশন করে।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-২৭