তিন দিন বাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের ভারত সফর শুরু হচ্ছে। বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে বিদেশ দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচি শেখ হাসিনার সফরসূচি, আলোচ্য বিষয় প্রকাশ করেছেন। কিন্তু, অঙ্গরাজ্য যেগুলোর সঙ্গে বাংলাদেশের যোগ আছে সেগুলোর মুখ্যমন্ত্রীদের ডাকা হয়নি। আলোচ্যসূচিতে এই রাজ্যগুলোর সঙ্গে আলোচনার বিষয়ই নেই।

তবে, পানিবন্টন নিয়ে আলোচনা হলে মমতার উপস্থিতি সেখানে জরুরি। পানিবন্টন আলোচ্যসূচিতে থাকলেও মমতা সফরের তিনদিন আগেও আমন্ত্রণ পাননি। শেখ হাসিনার সঙ্গে মমতার হার্দিক সম্পর্ক। শেখ হাসিনা মমতাকে চেয়েছিলেন দিল্লিতে। কিন্তু, মমতার কাছে সরকারি আমন্ত্রণ পৌঁছায়নি।


সিলেটভিউ২৪ডটকম/মাজ/ইআ-০৩