ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইম রেকর্ডস এর তালিকা অনুযায়ী কলকাতার জেলে এখন বন্দি আছে এক হাজার ৭৪৬ জন বিদেশি। এর মধ্যে এক হাজার ১৮৩ জনই বাংলাদেশি। কেন এত বেশি সংখ্যাক বাংলাদেশি?

বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দুহাজার ২১৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত আছে। সীমান্ত পেরোনোর পরিণতি যে জেল এই বোধ অনেক বাংলাদেশি ও ভারতীয়ের মধ্যে নেই। তাই তাঁরা বিনা পাসপোর্ট, বিনা ভিসায় সীমান্ত পেরিয়ে আইনের শাসনের মুখে পড়েন। বেশির ভাগেরই জায়গা হয় ভারতীয় জেলে। তাই বাংলাদেশিদের সংখ্যা ভারতীয় জেলে বেশি। বাংলাদেশে অপরাধ করে অনেকে ভাবে ভারতে পালিয়ে গেলে তারা আর শাস্তির মুখে পড়বে না। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অনেকে এদেশে আসে এবং ধরা পড়ার পর জেল তাদের ঠিকানা হয়। অপরাধী চিহ্নিত হয়েছে এমন বিদেশি আসামির ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে আছে।


১০৬ জন এখন পর্যন্ত অপরাধী বলে ঘোষিত হয়েছে। বন্দি বিদেশির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরই আছে দিল্লি, দিল্লিতে বিদেশি বন্দির সংখ্যা ৬৫৯, তৃতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ। তাদের বিদেশি বন্দি ৫৭৯। বাংলাদেশিদের পরই বাংলায় বিদেশি বন্দি সব থেকে বেশি নাইজেরিয়ার।

সিলেটভিউ২৪ডটকম/মাজ/ইআ-০৪