মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর সদস্য শিক্ষণ কর্মসূচী সভা অনুষ্ঠিত হয়েছে।

 


ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় (জাইকা) এলজিইডি, মৌলভীবাজার এর সার্বিক ব্যবস্থাপনায় বুধবার সতিঝিরগ্রামস্থ সমিতি কার্যালয় সম্মুখে দিনব্যাপী এই সভা হয়।

 

পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় (জাইকা) এর আওতায় বাস্তবায়নাধীন লাঘাটাছড়া উপ-প্রকল্প এর সদস্য শিক্ষণ কর্মসূচী সভায় সমিতির প্রায় দু’শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

 

সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগের প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ (আইডিএস) হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান সিদ্দিকী, সমবায় কর্মকর্তা আশুতোষ দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জালাল, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প এর সোসিওলজিষ্ট মাহবুবুর রহমান।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এলজিইডি উপ-সহকারি প্রকৌশলী আব্দুল রাকিব, মৎস্য ফ্যাসিলিটেটর তোফায়েল হোসেন, কৃষি ফ্যাসিলিটেটর উদয় জীবন ত্রিপুরা, উপ-সহকারী প্রকৌশলী বাপ্পী ঘরীমী, আরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী নাজিলা ফেরদৌসী, জেনারেল ফ্যাসিলিটেটর জাগছাই মারমা, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ।

 

সভায় সমিতির বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সাংগঠনিক পরিচালনা বিষয়ে আলোচনা করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১০