সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেছেন, সমাজের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ধর্মের প্রয়োজনীতা মানুষের মধ্যে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। শারদীয় দূর্গাপুজার প্রাক্কালে শ্রীহট্ট পুরোহিত মন্ডলী প্রকাশিত বেদবার্তা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে জ্ঞান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

 


এ ধরনের প্রকাশনা অব্যাহত রাখার লক্ষে তিনি সকলের প্রতি আহবান জানান।

 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চৌহাট্টাস্থ শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে শ্রীহট্ট পুরোহিত মন্ডলী সিলেট এর শারদীয় সংকলন বেদবার্তা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

শ্রীহট্ট পুরোহিত মন্ডলী সিলেটের সভাপতি দেবব্রত ভট্টচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. শরদিন্দু ভট্টচার্য্য, সিনিয়র আইনজীবী পীযূষ কান্তি ভট্টাচার্য্য, সুনামগঞ্জ সংস্কৃত কলেজ এর অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট সন্তোষ কান্তি ভট্টচার্য্য।

 

যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ চক্রবর্তী সজিবের সঞ্চালনায় শুরুতে গীতা পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি রক্ষা বিজয় ভট্টচার্য্য কাব্যতীর্থ। স্বাগত বক্তব্য রাখেন পুরোহিত মন্ডলীর সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অরুণ অধিকারী, রম্যাংশু চক্রবর্তী সুমন, দীপংকর চৌধুরী, মনোজ কান্তি ভট্টচার্য্য, রঞ্জিত ভট্টচার্য্য, রিংকু চক্রবর্তী প্রমুখ।

 

পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ শারদীয় সংকলন বেদবার্তা’র মোড়ক উন্মোচন করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬