আসছে ২ নভেম্বর সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিচ্ছে। ক্ষমতাসীন দল থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ৬ নেতা দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তাদের মধ্যে একজনকে বেঁচে নিবে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। 

 


এ লক্ষে আগামীকাল মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল ৪ টায় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। কে হচ্ছেন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জানা যাবে কাল। 

 

জানা যায়- মঙ্গলবার বিকেল ৪ টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী নির্ধারণ করা হবে।  সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

 

এ সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

 

ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু। তিনি গেল নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েও সেটি প্রত্যাহার করে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। 

 

জগলু ছাড়াও এ উপজেলায় নৌকার প্রার্থী হতে চান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গেল নির্বাচনে নৌকা নিয়ে পরাজিত হওয়া আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল। 

 

নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর আর ভোট ২ নভেম্বর।


সিলেটভিউ২৪ডটকম/মুন্না