সিলেটের গোয়াইনঘাট ব্র্যাক সীড এগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে অর্ধ-শতাধিক কৃষকদের নিয়ে দিন ব্যাপী তরমুজ চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১ অক্টোবর) উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের মঞ্জিলতলা বাজারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।



স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব আজির উদ্দিন’র সভাপতিত্বে ও হাফিজ মাওলানা সোলাইমান আহমদ’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক সীডের ব্যবস্থাপক মো. আনিসুর রহমান। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন- ‘ভাল বীজ, ভাল ফলন, ব্র্যাক সীড বাজারে নিয়ে আসছে নতুন এবং উচ্চ ফলনশীল তরমুজের বীজ, ব্র্যাক সীডের উন্নত জাতের বীজ কৃষকরা ব্যবহার করলে লাভবান হবে।’


তিনি তরমুজ চাষাবাদের উন্নত ও আধুনিক পদ্ধতি নিয়ে বিষদ আলোচনা করেন। 


এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ব্র্যাক সীডের টিএসও কবির হোসেন, ব্র্যাক সীডের টিএসও মো. নাহিদ মল্লিক। 


কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন- ফজরুল ইসলাম, রাশিদ আহমদ, তোফায়েল আহমদ প্রমুখ। 


অনুষ্ঠান শেষে সকল কৃষককে আপ্যায়ন এবং একটি করে টি-শার্ট প্রদান করা হয়। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/মতিন/মুন্না