ছবি: এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর যেন তেতে ওঠেছে শ্রীলঙ্কা। পরের দুটি ম্যাচেই তাঁরা তুলে নিয়েছে জয়। সর্বশেষ আজ থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে লঙ্কানরা।

নারী এশিয়া কাপে আজ মঙ্গলবার শ্রীলঙ্কার কাছে ৪৯ রানে হেরেছে থাইল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গ্রাউন্ড-২ এ সকালে শুরু হয় ম্যাচটি।


টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৬ রান তুলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৫ উইকেটে ১০৭ রান পর্যন্ত যেতে সক্ষম হয় থাই নারীরা।

শ্রীলঙ্কার ওপেনার হার্শিতা সামারাবিক্রমা ৬৯ বলে ১০ চারে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিন চার ও দুই ছয়ে ২১ বলে অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংস আসে নীলাক্ষ্মী ডা সিলভার ব্যাট থেকে।

থাইল্যান্ডের থিপাচা পুত্তাওং ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট।

বড় লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে থাই মেয়েরা দ্রুত রান তুলতে ব্যর্থ হন। নিয়মিত বিরতিতে উইকেটও পড়তে থাকে তাঁদের। মিডল অর্ডারে ছানিদা সুত্তিরুয়াং ৩৭ রান করলেও বল খেলেন ৪২টি। ২১ বলে ২৫ রান করেন ওপেনার নান্নাপাত কঞ্চারুয়েনকাই, ১৯ রান করতে ২৫ বল খেলেন ওয়ানডাউনে নামা অধিনায়ক নারিউমল চাইওয়াই।

লঙ্কান বোলার অচিনি কুলাসুরিয়া ৩ ওভারে ১৯ রানে ২টি, সুগন্ধিকা কুমারি ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ১টি, ইনোকা রানাবীরা ৪ ওভারে ১৯ রানে ১টি এবং কাভিশা দিলহারি ৪ ওভারে ২০ রানে ১টি উইকেট দখল করেন।

ওপেনিংয়ে দারুণ ব্যাটিংয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে হার্শিতা সামারাবিক্রমার হাতে।

তিন ম্যাচে দুই জয়ে শ্রীলঙ্কা আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। দুই ম্যাচ খেলে জয়ের মুখ না দেখা থাইল্যান্ড তলানিতেই আছে।

পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে