জাতীয় গ্রিডে ত্রুটির কারণে সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই কারণে পুরো সিলেট বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 

 


মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিড ট্রিপ করে (বিপর্যয় ঘটে)। 

 

বিউবো, সিলেট অফিসের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন- ‘জাতীয় সঞ্চালন লাইনে ত্রুটির কারণে দেশের পাঁচটি বিভাগই বিদ্যুৎহীন। সব বিদ্যুৎকেন্দ্রও বন্ধ। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। তবে সময় লাগবে।’


এ নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম বলেন- ‘দুপুর ২ টা ৫ মিনিটে আমাদের গ্রিড ফেল হয়ে যায়। তাৎক্ষনিকভাবে আমরা সিলেট গ্রিডকে জানাই। তারাও আমাদের জানায় তাদের কাছে বিদ্যুৎ নেই। ঢাকায় যোগাযোগ করা হলে জানা যায়- জাতীয় গ্রিডে ত্রুটির কারণে সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ট্রান্সমিশন-১ সার্কিট ২৩০ কেবি ভোল্টেজ ফেল করায় এ বিপর্যয়।’

 

কি কারণে এ বিপর্যয় হয়েছে সে প্রসঙ্গে ফজলুল করিম বলেন- ‘এটা তো বলা যাচ্ছে না। এটা তদন্তের বিষয়। তদন্তে বিষয়টি জানা যাবে।’

 


সিলেটভিউ২৪ডটকম/নাজাত/মুন্না