আগামী দুয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম। তিনি বলেন- ‘আমরা আশাকরি দুয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।’

 


তিনি জানান- ‘২০১৪ সালের ১ নভেম্বর দেশে সর্বশেষ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছিল। সেদিন বেলা ১১টা ২৭ মিনিট ৪১ সেকেন্ডে সারাদেশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। ১২ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তখন থেকে বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তাই আশা করা যাচ্ছে দুয়েক ঘণ্টার মধ্যে এর সমাধান হবে।’

 

জানা যায়- মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিড ট্রিপ করে (বিপর্যয় ঘটে)। ফলে সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এ কারণে পুরো সিলেট বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 

 

সিলেটভিউ২৪ডটকম/নাজাত/মুন্না