জুড়ীতে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জুড়ী উপজেলা শাখা রোববার সকালে জুড়ী শিশু পার্কে আলোচনা সভা, র্যালি, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে।
সংগঠনের সভাপতি এমরান হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লুৎফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া কেন্দ্রিয় কমিটির অর্থ সম্পাদক এম এ জলিল।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আনজুমানে আল ইসলপাহ জুড়ী শাখার সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সহ-সভাপতি হাফিজ আনফর আলী, মাওলানা তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাওলানা মইনুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী শাখার সাধারণ সম্পাদক এম এ মকসুদ জুনেদ, সাগরনাল ইউনিয়ন শাখার সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খামিছ।
দুপুর ২ টায় আয়োজক সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মুসল্লীদের অংশগ্রহণে বিশাল র্যালী বের হয়। র্যালিটি উপজেলা শহর প্রদক্ষিণ করে পুনরায় শিশু পার্কে এসে মিলিত হয়।
পরে জুড়ী জালালিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ বদরুল ইসলাম মিলাদ মাহফিল ও মাওলানা আব্দুল আজিজ দোয়া পরিচালনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-০১