‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে শাল্লায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। 

 


 

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় শাল্লা থানা পুলিশের আয়োজনে এ কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়।

 


কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। 

 


এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ।

 


শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও এস.আই আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

 


আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, মহিলা ভাইস-চেয়ারম্যান অমিতা রাণী দাশ, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/মুন্না