শিক্ষিত মানুষের বেকারত্বের হার দিনে দিনে বেড়ে চলেছে তাই আত্মকর্মসংস্থানের দিকে ঝুঁকছে তরুণরা। আর আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় পুঁজি।স্বল্প পুঁজিতে অধিক লাভবান ব্যবসা সবাই করতে চায়।

 


এর একটি সহজ উপায় হচ্ছে স্টেনশনারির দোকানের সাথে ফটোকপিয়ারের ব্যবসা শুরু করা। স্বল্প দামের ফটোকপি মেশিন দিয়ে আপনি সহজেই স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। অল্প বাজেটের মধ্যে কিছু ফটোকপি মেশিন আছে এর মধ্যে সিঙ্গেল ফাংশনের জন্য তোশিবা ২৫২৩এ ফটোকপি মেশিন , ডুপ্লেক্স ফাংশনের জন্য তোশিবা ২৫২৩ এডি এবং তোশিবা ই-স্টুডিও ২৩২৩এএম ফটোকপিয়ার।

 

চলুন জেনে নেই কিভাবে ফটোকপি মেশিন দিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হওয়া যায় :
ফটোকপি ব্যবসার জন্য এমন জায়গা ঠিক করতে হবে যেখানে অফিস-আদালত ও স্কুল-কলেজ আছে। এসব স্থানে প্রতিনিয়ত কাগজপত্র ফটোকপি করার প্রয়োজন পড়ে।

যদি আপনার ফটোকপি মেশিন সম্পর্কে ধারণা না থাকে তাহলে কেনার সময় শো-রুম থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিতে হবে।

ফটোকপি মেশিনের সব মডেল ব্যবসার জন্য ভাল নাও হতে পারে। তাই আগে থেকেই জেনে নিন কোন মডেলটি সবচেয়ে ভাল।

প্রতি পাতার জন্য কালির খরচ কত, সেটা জানতে হবে সবার আগে।সেই অনুযায়ী ফটোকপির দাম নির্ধারণ করতে হবে।

বিনিয়গের আগে পরিকল্পনা করতে হবে যে এখান থেকে আপনি কি পরিমানে ক্রেতা পাবেন। এই সকল বিষয় বুঝে বিনিয়োগ করা ভালো।

ব্যবসা শুরু করার পরে ফটোকপি মেশিনের ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। এতে করে এক মেশিনে অনেকদিন পর্যন্ত ভালো সার্ভিস দিবে। প্রাথমিক ধারনা নিজেকেই নিতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।

ফটোকপিয়ারের ডুপ্লেক্স ফিচারটি দোকানের জন্য ভাল কাজ করতে পারে তাই বাজেট একটু বেশি লাগলেও দ্রুত সেবা প্রদানে সহায়ক হবে।

তবে আপনি  যে ব্যবসাই শুরু করুন না কেন আপনার কিন্তু অবশ্যই ট্রেড লাইসেন্স প্রয়োজন আছে। ট্রেড লাইসেন্স না থাকলে আপনি কোনো ব্যবসা শুরু করতে পারেন না।

আপনার দোকানে কোনো কর্মী নিয়োগ করার প্রয়োজন পড়লে অবশ্যই দক্ষ কর্মী নিয়োগ করবেন।

শুধু ফটোকপি করার পাশাপাশি অন্যান্য পণ্যও আপনার ব্যবসায়ে অন্তর্ভুক্ত করতে পারেন। যেমন - কাগজ,কলম,খাতা, পেন্সিল ইত্যাদি।

ফটোকপি মেশিনকে সঠিকভাবে রক্ষনাবেক্ষণ করতে হবে। এতে মেশিন টি দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাবে।

মেশিনের পার্টস সহজলভ্য কিনা তা জানা থাকা দরকার। আর রক্ষণাবেক্ষণ এর খরচ কত সে সম্পর্কেও ধারণা থাকতে হবে। নির্দিষ্ট সময় পর পর মেশিনের ভিতরে থাকা ড্রাম, ব্লেড ও কালি পরিষ্কার করতে হবে।

ভাল ব্রান্ড দেখে মেশিন কিনুন। বর্তমানে কম দামের মধ্যে তোশিবা ব্রান্ডের ফটোকপি মেশিন বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়।

অনেক যায়গায় কালার কপির চাহিদা আছে। তাই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে পারেন।

 

পরিশেষে বলা যায়, আপনি যদি অল্প ইনভেস্টমেন্ট করে লং টাইম ইনকাম করতে চান তাহলে এই ব্যবসা শুরু করতে পারেন। তোশিবা ফটকপিয়ার মেশিন ছাড়াও যে কোন ধরনের ফটোকপি মেশিন এর বর্তমান দাম জেনে নিতে পারবেন বিডিস্টল ডট কম থেকে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭