সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৭ নভেম্বর) সকালে বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বদরুজ্জামান সেলিমের আইনজীবী মো. আল আসলাম মুমিন জানান- ২০১৮ সালের একটি রাজনৈতিক মামলায় সেলিম বেশ কিছুদিন ধরে জামিনে ছিলেন। ওই মামলায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেলিম বিদেশে চিকিৎসা করাতে গিয়েছিলেন। দেশে ফেরার পর রোববার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

সিলেট মহানগর বিএনপি সূত্র বলছে- বদরুজ্জামান সেলিম শারীরিকভাবে বেশ অসুস্থ, তাঁর হার্টে রিং পরানো হয়েছে। এসব চিকিৎসার জন্য সেলিম বিদেশে ছিলেন। তাই আদালতে হাজির হতে না পারায় সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গিয়েছিল।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম