এ. জে লাভলু, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৭৫ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০০ জন শিক্ষার্থী। 

এরমধ্যে বরাবরের মতো এবারও আরকে লাইসিয়াম স্কুলের শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এই স্কুলের ৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 


এদিকে এসএসসি ভোকেশনালে ১১৭ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৯১ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন শিক্ষার্থী। 

অন্যদিকে দাখিল পরীক্ষায় ৪০৩ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৭৪ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন শিক্ষার্থী। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম সোমবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছরে এসএসসি পরীক্ষায় বড়লেখা উপজেলার আরকে লাইসিয়াম স্কুলের ৬৩ জন, পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৮ জন, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন, দক্ষিণভাগ এনসিএম  উচ্চ বিদ্যালয়ের ১৬ জন, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, নারী শিক্ষা একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ০৯ জন, কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ০৯ জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ  উচ্চ বিদ্যালয়ের ০৮ জন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ০৬ জন, ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের ০৬ জন, পয়লোয়ান বাড়ী উচ্চ বিদ্যালয়ের ০৫ জন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ০৩ জন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের ০৩ জন, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের ০২ জন, ছোটলেখা উচ্চ বিদ্যালয়ের ০২ জন, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ০২ জন, পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ০২ জন, চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের ০১ জন, মাইজগ্রাম উচ্চ বিদ্যালয়ের ০১ জন, হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ০১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৩ জন, এবাদুর রহমান চৌধুরী ট্যাকনিকেল কলেজের ০৪ জন ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার ০৪ ও সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসার ০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

সিলেটভিউ২৪ডটকম/লাভলু