সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৯০ বোতল বিদেশি মদসহ চোরাকারবারি নজরুল ইসলামকে আটক করেছে র‌্যাব-৯।

 


সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের অলিউর রহমানের ছেলে।

 

র‌্যাব সুত্রে জানা যায়, আটক নজরুল ইসলাম দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থায় আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছে। ওই তথ্যের ভিত্তিতে ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টায় অভিযান চালায় র‌্যাব-৯ সিপিসি ৩ (সুনামগঞ্জ)। এসময় মাদক ব্যবসায়ি নজরুল ইসলামকে নিজ গ্রাম মৌলারপাড় গ্রামের  মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের বাড়ির পশ্চিমে কাচা রাস্তার উপর থেকে আটক করে তার সাথে থাকা সাদা প্লাস্টিকের বস্তা থাকা ৯০ বোতল (অফিসার চয়েজ) বিদেশি মদ জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে মদসহ দোয়ারাবাজার থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

 

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, আটক নজরুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-২৭