প্রথম আলো কর্তৃক আয়োজিত ‘এসডিজি প্রচারাভিযান -২০২২’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় প্রথম-আলো বন্ধুসভার আয়োজনে সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ‘বারোয়ারী বিতর্কে’ সাফল্য অর্জন করেছে লিডিং ইউনিভার্সিটির তিনজন শিক্ষার্থী।
‘বারোয়ারী বিতর্কে’ প্রতিনিধিত্ব করে সমগ্র সিলেট বিভাগে ৩য় স্থান অর্জন করেন লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের ডিবেট উইং কোর্ডিনেটর ফারিহা মালিয়াত চৌধুরী, ৮ম নিশাত আনজুম এবং ১১ তম স্থান অর্জন করেন মাসহুরা চৌধুরী মীম।
এ বিতর্ক প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের সহ-প্রচার সম্পাদক প্রান্ত মজুমদার প্রশান্ত।
ডিবেটিং ক্লাবের এ সাফল্যে ক্লাব সদস্যদের অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) উপাচার্য মহোদয়ের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রানা এম. লুৎফুর রহমান পীর এবং ডিবেটিং ক্লাবের উপদেষ্টা কাজী মো. জাহিদ হাসান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫