নারীদের ক্ষমতায়ন ও জীবনমানের উন্নয়নে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করেছেন সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ।

 


সোমবার পৌর শহরের উত্তর আরফিন নগর পৌর প্রাথমিক বিদ্যালয়ে নারীদের মধ্যে এই সহায়তা প্রদান করেন তিনি।

 

স্বপ্নে ঠিকানা নারী কল্যান সমিতির আয়োজনের সহায়তা প্রদান অনুষ্ঠানে তৃণমূল নারীদের সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণের সময় সেলিম আহমদ বলেন, নারীদের ক্ষমতায়িত করতে হলে তাদের আত্মনির্ভরশীলতা অর্জন করতে হবে। কর্মই পারে নারীদের আত্মনির্ভরশীলতা অর্জন করতে।

 

সমাজের বৃত্তবান মানুষ এগিয়ে আসলে অসহায় তৃণমূল পর্যায়ের নারীদের উন্নয়ন সম্ভব বলে জানান তিনি।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্বপ্নের ঠিকানা নারী কল্যাণ সমিতির সভাপতি কাউন্সিলার সামিনা চৌধুরী মনি, পৌর শ্রমিকলীগ নেতা তৈয়বুর রহমান প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-১২