শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেড়েছে কুকুরের উৎপাত। গত দুই সপ্তাহের ব্যবধানে ক্যাম্পাসে ৫ জন শিক্ষার্থী ও কর্মচারী কুকুরের কামড়ের শিকার হয়েছে।

 


এতে শিক্ষার্থীসহ সকলের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। কর্তৃপক্ষ বলছে, বিষয়টি সমাধানের জন্য তারা চেষ্টা করছেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহের ব্যবধানে আর্কিটেকচার বিভাগের এক শিক্ষার্থী, একজন ইলেক্ট্রিশিয়ান, ফ্লাক্সে করে চা বিক্রেতা, স্টাফ ক্যান্টিনের পরিচালকের বৃদ্ধ বাবাসহ মোট ৫জন কুকুরের কামড়ের শিকার হয়েছেন। কুকুরের কামড়ে জলাতংকের সংক্রমণের ভয়ে ভ্যাকসিন নিয়েছেন তারা।

একাধিক শিক্ষার্থী ও কর্মচারী জানান, করোনাকালীন সময় থেকেই ক্যাম্পাসের কুকুরের সংখ্যা বেড়েছে। ঈদানীং তাদের উৎপাতটা বেড়েছে। সম্প্রতি কয়েকটি কুকুরের বাচ্চাও হয়েছে। এগুলো নিয়মিত রাস্তার উপর আসতেছে। এসব বাচ্চাগুলো গাড়ির নিচেও পড়তে যাচ্ছে। এ পরিস্থিতিতে কুকুরগুলো ক্ষিপ্ত হয়ে উঠেছে। যাকে তাকে কামড় দিচ্ছে। এটি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

এ ব্যাপারে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবান জানান তারা।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিজানুর রহমান বলেন, ভুক্তভোগীদেরকে আমরা বলেছি রেজিষ্ট্রার বরাবর লিখিতভাবে জানানোর জন্য। প্রশাসনকে আমরাও বিষয়টি অবগত করেছি।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। তবে শিক্ষার্থীদের মধ্যে অনেকেই কুকুরগুলোকে খাওয়ায়। এজন্য ক্যাম্পাসে অবস্থান করে। কুকুরগুলো নিধনও করা যাবে না। আমরা উভয় সংকটে আছি। নিরাপত্তা প্রহরীদের নির্দেশ দিয়েছি, কুকুরগুলোকে দেখলে যাতে তাড়িয়ে দেয়।

 

এছাড়া এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২৫