মৌলভীবাজারের রাজনগরে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 


শনিবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার সদর ইউনিয়নের তেলিজুরী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম পিন্টু মিয়া। সে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের তেলিজুরী গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, শনিবার রাতে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফায়েল আহম্মেদ সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালান। এসময় উপজেলার তেলিজুরী গ্রামে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন দৌঁড় দেয়। তাদের একজন পালিয়ে গেলেও ওই গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে পিন্টু মিয়া স্থানীয় ওয়াহেদ চৌধুরীর বাড়ির গোয়ালঘরে আশ্রয় নিলে সেখান থেকে তাকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পিন্টু মিয়া ও পলাতক ওই মাদক কারবারীকে আসামী করে রাজনগর থানায় মামলা হয়েছে।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, মাদকের বিরুদ্ধে রাজনগর থানা পুলিশ অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

 

শনিবার রাতে ২০০ পিস ইয়াবাসহ পিন্টু মিয়াকে গ্রেফতার করে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-৪০