শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩টি রিডিং রুমের নতুন নামকরণ করা হয়েছে।

 


সেই সঙ্গে হলটির গেস্ট রুমের নতুন নামকরণ করা হবে 'জয় বাংলা।'

 

হলটির রিডিং রুম-১' কে 'অমর একুশে', রিডিংরুম-২ কে 'বিজয় একাত্তর' এবং রিডিং রুম-৩ কে স্বাধীনতা নাম দেওয়া হয়েছে বলে জানান প্রভোস্ট মোহাম্মদ সামিউল ইসলাম।

 

তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। এজন্য হলের প্রভোস্ট বডির উদ্যোগে রিডিং  রুমে নামফলক লাগানো হয়েছে।

 

হলের গেস্টরুমের নাম 'জয় বাংলা'

প্রভোস্ট সামিউল ইসলাম জানান, হলের গেস্টরুমে সংস্কার কাজের জন্য জিনিসপত্র নিয়ে আসা হয়েছে।

 

'সংস্কারের পর থেকে হলটির নামকরণ করা হবে 'জয় বাংলা'। এটি আমাদের জাতীয় স্লোগান। মুক্তিযুদ্ধের চেতনা জড়িয়ে রয়েছে এই স্লোগানে।'

 

আগামী কয়েকদিনের মধ্যেই গেস্টরুমটি উদ্বোধন করা হবে বলে জানান প্রভোস্ট।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২৮